রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২৮শে অক্টোবর রাতে পৌরসভার মৈশালা গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবা ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিক্রেতা উজ্জল মন্ডল (৩৭)কে গ্রেফতার করেছে। ধৃত উজ্জল মন্ডল মৈশালা গ্রামের মৃত আমজাদ মন্ডলের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মিনহাজ উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ গত সোমবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিটির দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৫৫ হাজার ৫ শত টাকা এবং ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটের দাম প্রায় ১৫ হাজার টাকা।
এ ব্যাপারে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে উজ্জল মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাউদ্দিন বলেন, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।