জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের তদারকি অভিযানে গতকাল ২রা নভেম্বর সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও আহলাদীপুরে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৯হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো- গোয়ালন্দ মোড়ের মান্নান স্টোর, রবিউল স্টোর, মেসার্স শামসুর নাহার মেডিকেল হল, মেসার্স সুফিয়া মেডিকেল হল ও আহলাদীপুরের ভাই ভাই স্টোর।
এদের মধ্যে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মান্নান স্টোরকে ৪হাজার টাকা, রবিউল স্টোরকে ৩হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ২৫শত টাকা, মেসার্স সুফিয়া মেডিকেল হলকে ৮হাজার টাকা ও মেসার্স শামসুর নাহার মেডিকেল হলকে ২হাজার টাকা জরিমানা করা হয়।