ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০৪ ১৪:১৮:১৫

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন হয়েছে।

 গতকাল ৪ঠা নভেম্বর সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির কার্যালয়ে শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান।

 উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মজিদ শেখের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুর আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, পাংশা সাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলী, পাংশা আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী, নবনির্বাচিত সভাপতি আলীমুদ্দিন শেখ ও সহ-সভাপতি খোন্দকার মনির আযম মুন্নু প্রমুখ বক্তব্য রাখেন।

 পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান নব নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।

 

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ