রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশনের ৩০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবু সাবার খান।
গতকাল ১০ই নভেম্বর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৩০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করেন তিনি।
নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোছাঃ রাশিদা সুলতানা বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাবনিপাড়া গ্রামের বাসিন্দা ঢাকা বিশ^বিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আবু সাবার খান এই বিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন। কর্মক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। গত কয়েক বছর ধরে তার শৈশবের বিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছেন। এটা আমাদের সবার জন্য গর্বের ও শিক্ষার্থীদের জন্য উৎসাহের।
বৃত্তি প্রদান শেষে আবু সাবার খান খান বলেন, এই বিদ্যালয়ের পাশের আমার বাড়ী। আমি এই বিদ্যালয়ে পড়ালেখা করে ঢাকা বিশ^বিদ্যালয়ে থেকে পড়ালেখা শেষ করেছি। আমি ৯০ দশকে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিভাগে পড়ালেখা শেষ করে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করছি। গত কয়েক বছর ধরে আমি দায়বদ্ধতার জায়গা থেকে এই বৃত্তি প্রদান করে আসছি।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান বাবু, জামালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ইতু, বিএনপি নেতা আনোয়ার খান মুক্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সারাফাত ইসলাম অনিক ও আল আমিনসহ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।