ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দির পদমীতে মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১৩ ১৪:১১:৩৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে নানা আয়োজনে গতকাল ১৩ই নভেম্বর বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে তার সমাধীস্থলে উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব (যুগ্নসচিব) মোঃ নায়েব আলী। 

এতে স্বাগত বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান। প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। এছাড়া আলোচক হিসেবে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল ফজল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী সভাপতি সালাম তাসিম, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহজালাল, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদের সভাপতি মুন্সী আলীর আলী প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 
গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ