ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালুখালীতে ইলিশ রক্ষা অভিযানের ১৩ম দিনে আটক ৮জেলের কারাদন্ড
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২০-১০-২৬ ১৪:০৭:৫৪
কালুখালী উপজেলায় ইলিশ রক্ষা অভিযানের ১৩ম দিনে গতকাল সোমবার ৮জন জেলের কারাদন্ড, ৫হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে -রাকিবুল ইসলাম।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ইলিশ রক্ষা অভিযানের ১৩ম দিনে ৮জন জেলের কারাদন্ড, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
  গতকাল সোমবার সারাদিনের অভিযানে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান আটককৃতদের ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায় দুঃস্থদের বিতরণ করা হয়।
  অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, কালুখালী থানা পুলিশের একটি টিম ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে। 

 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ