রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে গতকাল ১৬ই নভেম্বর বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।
মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর রোকন ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলামের হাতে হাত রেখে জামায়াতে ইসলামী সংগঠনে যোগদানের ঘোষণা দেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কমলেশ চন্দ্র দাস।
জামায়াতে ইসলামী সংগঠনে যোগদানের প্রতিক্রিয়ায় মঞ্চে সংক্ষিপ্ত বক্তৃতায় কমলেশ চন্দ্র দাস বলেন, জামায়াতে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সৎ চরিত্রের অধিকারী, তারা কোন অন্যায় কাজ করেন না। কোন অন্যায়কে প্রশ্রয়ও দেন না। তাই আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে জামায়াতে যোগদান করলাম। তিনি বিভিন্ন সময়ে মাছপাড়ায় খুন-জখম ডাকাতিসহ অরাজকতার নানা তথ্য তুলে ধরেন। কমলেশ চন্দ্র দাস বিগত মাছপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ছিলেন। সে সময়ে তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও উল্লেখ করেন।
কমলেশ চন্দ্র দাসের জামায়াতে ইসলামীতে যোগদানকে স্বাগত জানান অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম। তিনি ন্যায় ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এলক্ষ্যে তৃণমূলে জামায়াতে ইসলামী সংগঠনের কার্যক্রম জোরদার করণের গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রফেসর মোঃ হাসমত আলী, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী ও রাজবাড়ী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হারুন অর রশীদ, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ হাই জোয়ার্দ্দার, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সুলতান মাহমুদ, পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল রুপু, পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ এনামুল হকসহ মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেষে জুলাই-২৪ ছাত্র জনতার অভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।