রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলজোনা গ্রামের ঐতিহ্যবাহী অষ্টাদশ পল্লী সার্বজনীন পাগলের আশ্রমে গতকাল ২০ শে নভেম্বর সকালে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টায় আশ্রমের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও পাংশা পৌরসভার প্রাক্তন প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্র নাথ বিশ্বাস।
অনুষ্ঠানে গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা করেন আশ্রমের কোষাধ্যক্ষ শ্রী চৈতন্য কুমার মন্ডল। আশ্রমের সেক্রেটারী শৈলেন্দ্রনাথ বিশ্বাস, অরবিন্দু কুমার জোয়ার্দ্দার, অসিত কুমার বিশ্বাস, অনুকূল কুমার মন্ডল, মনোরঞ্জন বাড়ৈ, বাটুল কুমার মন্ডল, অরুন কুমার বিশ্বাস, শ্যামল কুমার বিশ্বাস(বাবলু), বিকর্ণ কুমার বিশ্বাস, দীনবন্ধু জোয়ার্দ্দার, গোলক কুমার সরকার, দুলাল চন্দ্র শীলসহ আশ্রমের সদস্যবৃন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আশ্রমের সেক্রেটারী শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, বিলজোনা গ্রামের শান্তিরাম মন্ডল ও তার স্ত্রী আশ্রমে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণে ৬ শতাংশ জমি দান করেছেন। আশ্রমের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মীয় লোকজনের আর্থিক সহযোগিতায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।