রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য গতকাল ২০শে নভেম্বর বিকালে দায়িত্বভার গ্রহণ করেছেন পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপজেলা শিল্পকলা একাডেমির পূর্বের কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরের নিকট থেকে গতকাল বুধবার বিকাল ৪টায় তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা গত ১৮ই নভেম্বর পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে সাময়িক দায়িত্ব প্রদান করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির গত ২৫শে সেপ্টেম্বর ৪৩.২০.০০০০.০১২.৩৬.০০১.২৪-৬৭ নং স্মারকপত্র মোতাবেক বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অনুমোদনক্রমে উপজেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্রের ৭(ক) ধারা অনুযায়ী শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী ও এডহক কমিটি বাতিল করা হয়। এ কারণে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে সাময়িক দায়িত্বভার প্রদান করা হয়।