রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে গতকাল ২৪শে নভেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডলের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
এ সময় গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হালিম ফকির, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নুরুল ইসলাম শেখ, দৌলতদিয়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা মন্ডলসহ দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।