ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশার কশবামাজাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের ত্রি-বার্ষিক নতুন কমিটি গঠন
  • প্রতিনিধি
  • ২০২৪-১১-২৪ ১৪:৪৮:৩০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের গত ২৩শে নভেম্বর ত্রি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।

 জানা যায়, গত শনিবার সকাল ১০টায় সংসদ কার্যালয়ে সাধারণ সভায় কশবামাজাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, ৩ সদস্য বিশিষ্ট নিরীক্ষণ কমিটি ও ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

 ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা হলেন- কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সোবাহান (২য় বারের মতো নির্বাচিত), ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মদ জোয়ার্দ্দার, কমান্ডার ক্যাশ- বীর মুক্তিযোদ্ধা ছবেদ আলী জোয়ার্দ্দার (২য় বারের মতো নির্বাচিত), কমান্ডার সাংগঠনিক বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল, কমান্ডার প্রচার বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন ও কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

 নিরীক্ষণ কমিটিতে বীর মুক্তিযোদ্ধা এম. মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকেন আলী ও বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, উপদেষ্টা কমিটিতে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ, কশবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান(পদাধিকার বলে), কশবামাজাইল ইউপির প্রাক্তন চেয়ারম্যান নূর মোঃ সুলতান মিয়া (পদাধিকার বলে), কশবামাজাইল বাজার কমিটির সভাপতি (পদাধিকার বলে) ও কশবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (পদাধিকার বলে) রয়েছেন।

 বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ কশবামাজাইল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ এবং মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 সাধারণ সভায় কণ্ঠভোটে এবং সর্বসম্মতিক্রমে কশবামাজাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ