কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পুরাতন চড়াইকোল গ্রামের রাকিবুল ইসলাম(২০) নামের এক যুবক গতকাল ২৫শে নভেম্বর রাজবাড়ী জেলার পাংশা রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে জল ঘরের পাশে কাঁঠাল গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
নিহত রাকিবুল ইসলাম পুরাতন চড়াইকোল গ্রামের রাজু প্রামানিকের ছেলে। গত ২৫শে নভেম্বর রাত ২টা থেকে রাত ৫টার মধ্যে যে কোন সময়ে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে।
জানা যায়, গতকাল সোমবার সকালে স্থানীয়রা ঝুলন্ত মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে পাংশা মডেল থানার এসআই সাজিদ আহমেদ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করার পর ময়না তদন্তের জন্য মৃতদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এর আগে নিহতের পিতা রাজু প্রামানিক মৃতদেহ সনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের পিতা রাজু প্রামানিক বাদী হয়ে গতকাল ২৫ শে নভেম্বর পাংশা মডেল থানায় অপমৃত্যু দায়ের করেন। অপমৃত্যু মামলা নং-৩২/২০২৪।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে নিহত যুবক রাকিবুল ইসলাম ধারদেনা হয়ে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। বিভিন্ন লোকের কাছে সে দেনাদায়িক ছিল। বেসরকারী কোম্পানীতে চাকুরী দেওয়ার কথা বলে তিনজনের নিকট থেকে ৯০ হাজার টাকা নিয়ে চাকুরী দেয়। কিন্তু তারা বেতন না পাওয়ায় টাকা ফেরতের জন্য রাকিবুল ইসলামের নিকট চাপ দিয়ে আসছিল। কালুখালী ও পাংশায় তার আত্মীয় বাড়ী আছে। পাওনাদারদের চাপের কারণে সে আত্মীয়-স্বজনদের বাড়ীতে গাঢাকা দিয়ে থাকতো। এরই এক পর্যায়ে সে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার আত্মহত্যার বিষয়ে তথ্যানুসন্ধান চলছে।