ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
পাংশায় শহীদ বুদ্ধিজীবী দিবস ওবিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১১-২৫ ১৪:৩৮:৩২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৫শে নভেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাউদ্দিন, হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আসলাম হোসেন ও পাংশা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

 বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ হোসেন শিকদার, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এবাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সানোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাম্মৎ শাহেদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) ফকির মোহাম্মদ নূরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে গাছ সুরক্ষার জন্য পেরেক অপসারণ কর্মসূচী শুরু
 কালুখালীতে মোবাইল কোর্টে মরা মুরগীর মাংস বিক্রেতাকে জরিমানা
 গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজী॥৬জনকে আটকের পর জরিমানা
সর্বশেষ সংবাদ