ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-১১-২৭ ১৪:৪৩:১৬

 চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ, জঙ্গী সংগঠন ইসকন, ভারতীয় কালচারাল ফ্রন্ট প্রথম আলো ও ডেইলি স্টারকে নিষিদ্ধের দাবীতে রাজবাড়ীতে গতকাল ২৭শে নভেম্বর বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ী জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে পান্না চত্ত্বর হয়ে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 এতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ(ই.ইউ.বি) শিক্ষার্থী শুভ ইসলামের সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মীরাজুল ইসলাম তুর্য বক্তব্য রাখেন।

 তিনি বলেন, বাংলাদেশের জঙ্গি সংগঠন “ইসকন” উস্কানীমূলক কাজ করে যাচ্ছে। তারা ভারত সরকার দ্বারা পরিচালিত সংগঠন। স্বাধীন বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য তৈরি করতে চায়। নিজেরাই মূর্তি ভেঙ্গে অন্যের ওপর দোষ চাপায়। তাদের দোসর হিসাবে কাজ করছে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। সময় টিভি ভিউ বাড়াতে বিতর্কিত কাজ করছে। জঙ্গী সংগঠন ইসকন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবী করেন তিনি।

 দ্রুত সময়ের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও করেন তিনি।

 বিক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইদুর জামান সাকিব, মীর মাহমুদ সুজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আগামী শুক্রবার জেলায় বড় পরিসরে কর্মসূচীর ঘোষণা দেন বিক্ষোভে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা।

 
কশবামাজাইলে এলাকাবাসীর শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মতিউর রহমান
রাজবাড়ীতে সাপ্তাহিক গণশুনানীতে ভূক্তভোগীদের কথা শুনছেন ডিসি
ছাত্র মৈত্রী নেতা পান্নার ৩০তম মৃত্যু  বার্ষিকীতে বন্ধু মহলের কবর জিয়ারত
সর্বশেষ সংবাদ