ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
কালুখালীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-২৭ ১৪:৪১:৫৯

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে নভেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে স্মরণ সভা শুরু হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

 পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার বাসস্ট্যান্ডে পুলিশের গুলিতে নিহত কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের শহীদ কোরমান শেখের পরিবারের পক্ষ থেকে তার কন্যা মিতা আক্তার মিতু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত উপজেলার শিক্ষার্থী রাকিবুল ইসলাম তুহিন, মোঃ রবিউল ইসলাম ও মোঃ জাকির হোসেন জুলাই-আগস্টের ভয়াবহতা সম্পর্কে স্মৃতিচারণ করেন।

 কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে স্মরণ সভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মীর মাহমুদ সুজন ও মোঃ ওবায়দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী, রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ, রাকিবুল হাসানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 সভায় ছাত্র জনতার পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা ও কালুখালীতে শহীদ কোরমান শেখের স্মরণে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে শহীদ কোরবান শেখ চত্ত্বর ও শহীদ কোরবান শেখ পাঠাগার নির্মাণের দাবী জানান।

 স্মরণ সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ কোরবান শেখের স্মরণে তার পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

 এর আগে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরুল কায়েস।

 
কশবামাজাইলে এলাকাবাসীর শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মতিউর রহমান
রাজবাড়ীতে সাপ্তাহিক গণশুনানীতে ভূক্তভোগীদের কথা শুনছেন ডিসি
ছাত্র মৈত্রী নেতা পান্নার ৩০তম মৃত্যু  বার্ষিকীতে বন্ধু মহলের কবর জিয়ারত
সর্বশেষ সংবাদ