ঢাকা শুক্রবার, জুলাই ১১, ২০২৫
রাজবাড়ীতে চুরি যাওয়া মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-২৩ ১৬:২০:১২

রাজবাড়ী জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে চুরি হওয়া মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৩জন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
 গতকাল ২৩শে মে ভোর সাড়ে ৬টার দিকে রাজবাড়ী থানা পুলিশ ও ডিবি’র একটি দল ফরিদপুর জেলার মধুখালী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দেখানো মতে ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার চরশালিপুর গ্রাম থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
 গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে মোঃ রানা(২৪), একই গ্রামের মালিক শেখের ছেলে ইসমাইল সুজন(২৫) ও ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার চরশালিপুর গ্রামের শহীদ শেখের ছেলে শেখ নজরুল(৩০)।
 জানা গেছে, গত ১৯শে মে সকাল সোয়া ৯টা থেকে  দুপুর আড়াইটার মধ্যে কোন এক সময় রাজবাড়ী জেলা জজ আদালতের রিসিপশনের পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা রুজু হওয়ার পর রাজবাড়ী জেলা পুলিশ আসামী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে রাজবাড়ী থানা পুলিশ ও ডিবি যৌথ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহাতায় মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে মোঃ রানা(২৪), ইসমাইল সুজন (২৫) ও শেখ নজরুল (৩০)কে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা মোটর সাইকেল চুরি করার কথা স্বীকার করে। 
 পরে তাদের দেখানো মতে রাজবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে গতকাল ২৩শে মে ভোর সাড়ে ৬টার দিকে ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার চরশালিপুর গ্রাম থেকে আসামী শেখ নজরুলের বাড়ী থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এই চোর চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠায়। 

 

দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
গোয়ালন্দে ফুটবল খেলার মাঠ রক্ষা করলেন ইউএনও নাহিদুর রহমান
সর্বশেষ সংবাদ