আগামী ২৭শে মে তারুণ্যের রাজনৈতিক ভাবনা, অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং ২৮শে মে ঢাকার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতি সভা করেছে জেলা যুবদল।
গতকাল ২৩শে মে বিকেল ৫টায় রাজবাড়ী পৌর অডিটোরিয়ামে জেলা যুবদলের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাবেশ বাস্তবায়ন কমিটির ফরিদপুর বিভাগের সমন্বয়ক সাব্বির আহম্মেদ দিপু বক্তব্য রাখেন।
রাজবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গীটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক ও সমাবেশ বাস্তবায়ন কমিটি ফরিদপুর বিভাগের সহসমন্বয়ক মাহমুদুল হাসান বাপ্পী, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-কোষাধক্ষ্য সম্পাদক ও সমাবেশ বাস্তবায়ন কমিটির ফরিদপুর বিভাগের সহসমন্বয়ক রোকনুজ্জামান তালুকদার বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক সোহেল মন্ডল, যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আবু হেনা রবি, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সবুজ সরদার, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার আহমেদ মানু, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার ও গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সাব্বির আহম্মেদ দিপু বলেন, রাজবাড়ী জেলা যুবদল সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী ২৮শে মে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভাগীয় যুব সমাবেশ একটি ঐতিহাসিক কর্মসূচীতে পরিণত হবে। আমি বিশ্বাস করি রাজবাড়ী জেলা যুবদল সেই সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে যোগ দিয়ে সফল করবে। আজকের এই প্রস্তুতিমূলক সভা প্রমাণ করে, আমরা প্রস্তুত। নির্ধারিত দিনে দুপুর ২টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাবো এবং তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য থেকে আগামী আন্দোলনের প্রেরণা নিয়ে ফিরে আসবো।