ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
ছাত্র মৈত্রী নেতা পান্নার ৩০তম মৃত্যু বার্ষিকীতে বন্ধু মহলের কবর জিয়ারত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-১১-২৭ ১৪:৪৫:২১

বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজবাড়ী জেলা শাখার প্রয়াত ছাত্র নেতা কমরেড বনি আমিন পান্নার ৩০তম মৃত্যু বার্ষিকী ছিল গতকাল ২৭শে নভেম্বর।

 এ উপলক্ষে দুপুরে পান্নার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছে পান্নার বন্ধু মহল ফ্রেন্ডস ৯০ রাজবাড়ী। এ সময় কাজী সাখাওয়াত, মিল্টন, এজিএস বিপ্লবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 শহীদ পান্নার বন্ধু কাজী সাখাওয়াত বলেন, আমাদের বন্ধু পান্নাকে হারানোর তিন দশক(৩০ বছর) হলো। আমাদের বন্ধু পান্নাকে কখনোই ভোলা সম্ভব না। মহান আল্লাহ তোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আজ জোহর বাদ ভবানীপুর কবরস্থানে গিয়ে আমরা পান্নার কবর জিয়ারত করেছি।

 উল্লেখ্য, বনি আমিন পান্না ১৯৭৩ সালের ২৩শে মার্চ রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ২৭শে নভেম্বর রাজবাড়ী সরকারী কলেজে দুর্বৃত্তরা গুলি করে বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজবাড়ী জেলা শাখার তৎকালীন নেতা কমরেড বনি আমিন পান্নাকে হত্যা করে। তার স্মৃতি ধরে রাখতে পরবর্তীতে পান্নার নামে শহরের রাজবাড়ী সরকারী টাউন মক্তব প্রাইমারী স্কুল সংলগ্ন গোল চত্ত্বরের নাম করণ করা হয় “পান্না চত্ত্বর”।

কশবামাজাইলে এলাকাবাসীর শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মতিউর রহমান
রাজবাড়ীতে সাপ্তাহিক গণশুনানীতে ভূক্তভোগীদের কথা শুনছেন ডিসি
ছাত্র মৈত্রী নেতা পান্নার ৩০তম মৃত্যু  বার্ষিকীতে বন্ধু মহলের কবর জিয়ারত
সর্বশেষ সংবাদ