রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ২৮শে নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট প্রদীপ কুমার পাল, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, উপজেলার বিভিন্ন স্থানে স্পিড ব্রেকারে জেব্রা ক্রসিং অর্থাৎ রং দিয়ে চিহ্নিত করা, মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা করা, ফেরিতে জুয়া খেলা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোকারীদের চিহ্নিত করণসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মাদকের গডফাদার ও যারা মাদকের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করার আহবান জানান। মরা পদ্মা হতে যারা অবৈধভাবে ড্রেজিং বসিয়ে মাটি বালু উত্তোলন করে বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে তাদের বিরুদ্ধেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মাদক যে বিক্রি করবে বা যে নিয়ন্ত্রণ করবে তাদেরকে কঠোর হুশিয়ারী দেন ইউএনও।