ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
রাজবাড়ীতে ইসকন নিষিদ্ধের দাবীতে ইমাম কমিটির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-২৯ ২৩:৩৯:৩৬

চট্রগ্রামে মসজিদ ভাঙচুর ও মুসলিম আইনজীবী হত্যার প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন "ইসকন" নিষিদ্ধের দাবীতে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ইমাম কমিটি।
গতকাল ২৯শে নভেম্বর দুপুরে শহরের আজাদী ময়দানে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আজাদী ময়দান থেকে বের হয়ে পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে ১নং রেলগেটে এসে শেষ হয়। পরে শহীদ স্মৃতি চত্বরে দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন আব্বাসীর সঞ্চালনায় জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস আলী মোল্লা, জেলা ইমাম কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক, জেলা ইমাম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা আইয়ুব আনসারী, সদর উপজেলা ইমাম কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াসিন খান, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মোস্তফা সিরাজুল কবির, দুধ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু যর, সদর উপজেলার বানীবহ ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা আবু দাউদ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, এদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। ইসকন একটি হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন। এই সংগঠনের লোকেরা দুই/তিন দিন আগে চট্টগ্রামের এক মুসলিম আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে জবাই করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা যদি তাদের মতন উগ্র হই তাহলে দেশ অশান্ত হয়ে যাবে। আমরা মুসলিম, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা উগ্রবাদ পছন্দ করিনা। এদেশের আলেম ওলামারা হিন্দুদের পূজার সময় সহায়তা করেছে, মন্দির পাহাড়া দিয়েছে। তার বিনিময়ে তারা মুসলিম আইনজীবীকে হত্যা করেছে। তারা ভারতবর্ষে মসজিদ ভেঙে মন্দির তৈরি করছে।
বক্তারা বলেন,  হিন্দুত্ববাদী এই জঙ্গি সংগঠন ইসকন মুসলমানদের রক্তে আঘাত করেছে। ইসকনের সাথে আমাদের কোন আপোষ নেই। এক বিন্দু রক্ত থাকতেও আমরা তাদের ছেড়ে দিবনা। মুসলমান এবং  এদেশের বিরুদ্ধে ভিতরে এবং বাহিরে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকারী ও যারা জঙ্গি রয়েছেন তাদের কোন ধর্ম নেই। তৌহিদি জনতা আজ ফুঁসে উঠেছে। এই স্বাধীন দেশে কোন ষড়যন্ত্র মুসলমানরা মেনে নিবেনা।
বক্তারা আরও বলেন, ইসকন যারা প্রতিষ্ঠা করেছে ও যারা পরিচালনাকরে তারা ইহুদী সম্প্রদায়ের। ইসকনের ইহুদি সম্প্রদায়ের গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের উপর চেপে বসেছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই রাজবাড়ী যে সকল মন্দিরে ইসকনের কার্যক্রম পরিচালিত হয় ও ইসকনের সদস্য রয়েছে তাদেরকে বিতারিত করতে হবে। যদি আপনারা ইসকনের সদস্যদের বিতারিত না করেন আমরা মনে করব ইসকনকে আপনারা লালন পালন করেন। তাই হিন্দু ভাইদের এই বিষয়টি পরিষ্কার করতে হবে যে আপনারা ইসকনের পক্ষে নাকি বাংলাদেশের মানুষের পক্ষে। ইসকনের কার্যক্রম হলো দাঙ্গা সৃষ্টি করা। এদের একটি উদ্দেশ্য হলো এ দেশ থেকে মুসলমানদেরকে মুছে ফেলা। তবে এই স্বপ্ন তাদের জীবনে বাস্তবায়ন হবে না।
সমাবেশ থেকে বক্তারা ইসকনকে নিষিদ্ধ করা দাবী জানিয়ে বলেন, এই মুহূর্তে ইসকনকে বাংলাদেশ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। ইসকন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। কোন একটি জঙ্গি সংগঠন। কিছু ষড়যন্ত্রকারীরা এই ইসকনের উপর ভর করে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। এদেশে একটি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চলছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যদি ইসকনের মাধ্যমে কেউ কোন বিশৃঙ্খলার চেষ্টা করতে চায় তাহলে সেভেন সিস্টার রক্ষা হবে না। তাই আমরা ভারতকে জানিয়ে দিতে চাই তারা যেন ইসকনের উপর ভর করে বাংলাদেশের ভিতরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা না করে।
সমাবেশ থেকে বক্তারা হিন্দুদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারাও ইসকনকে নিষিদ্ধ করেন। আমরা আপনারা ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। আপনারা যদি ইসকনকে প্রশ্রয় দেন এর দায়দায়িত্ব আপনাদের নিতে হবে। রাজবাড়ীতে যে সকল মন্দিরে ইসকনের সদস্য আছে তাদের বিতারিত করতে হবে। রাজবাড়ীতে কোন ইসকনের সদস্য থাকতে পারবে না। ইসকনকে আমরা রাষ্ট্রীয়ভাবে এই মুহূর্তে নিষিদ্ধের দাবী করছি।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জেলা ইমাম কমিটি, সদর উপজেলা ইমাম কমিটি ও রাজবাড়ী জেলার সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সামাজিক সম্প্রীতি যাতে কোনভাবেই কলুষিত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে------জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে আহতদের তালিকা যাচাই বাছাইকরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ