ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
বালিয়াকান্দিতে এসিল্যান্ডকে বদলী জনিত বিদায় সংবর্ধনা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০১ ১৪:৫১:৪৭

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা(ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানের বদলীজনিত বিদায় সংবর্ধনা গতকাল ১লা ডিসেম্বর বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম বারি’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান।
 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মানোবেন্দ্র মজুমদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, মেডিকেল অফিসার ডাঃ সজল সোম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, উপজেলা প্রকৌশলী খোন্দকার রাহাত ফেরদৌস, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ জেসমিন, সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা তারিকুল ইসলাম সবুজ, একাডেমিক সুপার ভাইজার মিয়াদ হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা উত্তম সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা ও সনজিত দাস প্রমুখ বক্তব্য রাখেন।
 আলোচনা সভা শেষে বিদায়ীকে এসিল্যান্ডকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
 উল্লেখ্য, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানকে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়েছে।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ