ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-০৪ ১৪:৪০:৫৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ঠা ডিসেম্বর বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
 উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহমেদ তিথি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ কাদের শেখ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ