বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের জন্য শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
গতকাল ৪ঠা ডিসেম্বর নিজ অফিস কক্ষে শিক্ষার্থীদের হাতে ব্যাটমিন্টন খেলার জন্য র্যাকেট তুলে দেন তিনি। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
জানা যায়, উপজেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়, ২০ টি হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ফুটবল, উপজেলা ও পৌরসভার মধ্যে বিভিন্ন মাঠে ব্যাটমিন্টন খেলার জন্য শিশু শিক্ষার্থীদের মাঝে র্যাকেট উপহার হিসেবে তুলে দেন তিনি। এছাড়াও দুটি ভলিবল উপহার দেয়া হয়।
এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়েও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জনগণকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। তবে আমি ব্যক্তিগতভাবে ছকে বাঁধা দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের মঙ্গল হয়, ভালো হয়, সেটাই করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের জন্য শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিষয়ে স্কুলের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও সচেতন হতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির এ যুগে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়ার আহ্বান জানান তিনি। এজন্য শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার মান উন্নয়নে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।