বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ৫জন শ্রেষ্ঠ জয়িতার মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম বারি, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ৫টি ক্যাটাগরিতে ৫জন জয়িতার মাঝে ক্রেস্ট প্রদান করে অতিথিরা।