রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাসের বদলি জনিত বিদায় সংবর্ধনা গতকাল ৯ই ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারিকুল ইসলাম সবুজ, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, এ জেড এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী শেখ,আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী, মাজবাড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন মোল্লা, সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী ও আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রব প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সায় ও সঞ্চালনা করেন খাগজানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান।
বক্তাগণ বিদায়ী সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাসের কালুখালী উপজেলায় টানা দীর্ঘ ১৩ বছর ৬দিনের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, কালুখালী উপজেলা প্রায় সৃষ্টিলগ্ন সময় থেকে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন জয়ন্ত কুমার দাস। পরে বিভিন্ন সময়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আসা-যাওয়া করলেও তিনি একটানা একই কর্মস্থলে ১৩ বছর ছয় দিন এর মধ্যে একবার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আবার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি সবসময়ই সকল প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। এতে সকল শিক্ষক তার প্রতি যথেষ্ট আন্তরিক হয়ে ওঠেন। একাধারে শিক্ষা এবং শিক্ষক বান্ধব মানুষ হিসেবে সামাজিক কার্যক্রমেও তার যথেষ্ট ভূমিকা রয়েছে। দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে একই উপজেলায় শিক্ষকদের সাথে কার্যক্রম করা কালে কোন প্রতিষ্ঠান প্রধানের সাথে বা শিক্ষকদেরকে কাজের অতি অবহেলা বা অসুবিধা করেননি।
বক্তারা আবেগ আপ্লুত হয়ে আরো বলেন, তিনি ছিলেন একজন বন্ধুসুলভ মানুষ। তার মধ্যে কোন অফিসারের আহমত্ত বা অহংকার ছিল না। তার সুদীর্ঘ কর্মজীবন যেমন কালুখালীতে সুনামের সাথে করেছেন তদরুপ তিনি যেখানেই যাবেন অবশ্যই সরকারী কর্মকর্তা থাকা অবস্থায় সব জায়গায়তেই তিনি ভাল কিছু করবেন।
আলোচনা সভা শেষে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট এবং সৌজন্য উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, বর্তমানে জয়ন্ত কুমার দাস গত ২৮শে নভেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।



