ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৯ ১৪:২১:৪৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল ৯ই ডিসেম্বর সকালে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ঃ গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে।

 এ উপলক্ষে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রথমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়ানো হয়। পরবর্তীতে পাংশা উপজেলা পরিষদ সন্মুখ সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা ও বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বক্তব্য রাখেন।

 পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিএনসিসি-স্কাউটস সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ