ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশা উপজেলায় শ্রেষ্ঠ ৫জন জয়িতাকে সংবর্ধনা প্রদান
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-০৯ ১৪:২৩:৩৪

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল ৯ই ডিসেম্বর বিকালে “নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস-২০২৪ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ ৫জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

 এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 জানা যায়, গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম।

 অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সানোয়ার হোসেন ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম বক্তব্য রাখেন। শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে সেলিনা বেগম ও পারুল আক্তার অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেন।

 এ বছর শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা প্রাপ্তরা হলেন- নিরালা আক্তার, সেলিনা বেগম, নাজমুন্নাহার, পারুল আক্তার ও ওরেফা খাতুন।

 অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান এবং তাদেরকে উত্তরীয় ও ফুল দিয়ে অনুষ্ঠানে বরণ করা হয়।

 পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ