ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে গণমাধ্যম কর্মীদের সংগঠন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-০৯ ১৪:২৪:৪৯

“দেশ ও মানুষের কল্যাণে সুস্থ ধারার সাংবাদিকতা”-এ শ্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় “গোয়ালন্দ সাংবাদিক ফোরাম” নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 

 গত ৮ই ডিসেম্বর রাতে গোয়ালন্দ পৌর শহরের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।

 দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে হেলাল মাহমুদকে সংগঠনের আহ্বায়ক এবং দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টুকে সদস্য সচিব মনোনীত করা হয়। 

 কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ ও বাংলা ট্রিবিউনের  রাজবাড়ী জেলা প্রতিনিধি ও দৈনিক মাতৃকণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি মোঃ মইনুল হক মৃধা। যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন দৈনিক নয়া শতাব্দী এবং আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন ও প্রতিদিনের সংবাদের রাজবাড়ী জেলা প্রতিনিধি ফিরোজ আহম্মেদ। 

 এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মোহনা টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আবুল হোসেন মোল্লা, দেশ টিভি ও জনকণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দ্যা ডেইলি মনিং পোষ্টের স্টাফ রিপোর্টার মজিবর রহমান জুয়েল, দৈনিক খোলা কাগজের রাজবাড়ী জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, মাইটিভি ও কালবেলার রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন এবং আজকের দর্পনের রাজবাড়ী জেলা প্রতিনিধি শাকিল মোল্লা।

 আহ্বায়ক কমিটিকে আগামী ৩মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ