ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
পাংশায় আবুল হোসেন মল্লিকের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা-দোয়া অনুষ্ঠান
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-১৩ ১৪:২৪:০৬

 রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক আবুল হোসেন মল্লিকের (মল্লিক স্যার) ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ১৩ই ডিসেম্বর বিকালে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অধ্যাপক আবুল হোসেন মল্লিকের জীবন কর্ম ও সাহিত্য চর্চার উপর সংক্ষিপ্ত আলোচনা করেন পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক মোঃ সহিদুর রহমান, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক ও সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি মোঃ এবাদত আলী সেখ, কবি মোল্লা মাজেদ ও মোঃ আবুল হাশেম।
 অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফিরোজ হায়দার। মোঃ আসলামুজ্জামান, মোঃ ইয়াছিন শেখ, সরদার আবু জালাল প্রমূখ সভায় উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, অধ্যাপক আবুল হোসেন মল্লিক ২০২০ সালের ২৮শে অক্টোবর সকাল ১১টার দিকে পাংশা পৌর শহরের নারায়নপুর নিজ গ্রামের বাড়ীতে ৭৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। 
 তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী খাট সংলগ্ন আড়পাড়া গ্রামে ১৯৪২ সালের ১লা মার্চ জন্ম গ্রহণ করেন।
 অধ্যাপক আবুল হোসেন মল্লিকের সাহিত্য সেবা ও গবেষণা কর্মের উল্লেখযোগ্য নিদর্শন- ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এয়াকুব আলী  চৌধুরী জীবন ও সাহিত্য(১৯৮৬)। ছাড়াও তার রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে, মহৎ জীবনের সাধক হও, ইসলামি চিন্তাবিদ ও সুসাহিত্যিক মাওলানা আব্দুল জব্বার সিদ্দিকী, কোহিনূর সম্পাদক মোহাম্মদ রওশন আলী চৌধুরী ঃ জীবন কর্ম ও সাংবাদিকতা, খাতক সম্পাদক খন্দকার নজির উদ্দিন আহমেদ ঃ জীবন কর্ম ও সাংবাদিকতা, সংবাদপত্র ও সাংবাদিকতায় রাজবাড়ী জেলার অবদান, প্রবন্ধ বিচিত্রা, ইসলামি কালচার, ইবাদত বা ধর্ম সাধনা, অন্ধকারে আলোর উঁকি, কামারখালী বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আকবর আলী মল্লিকের সংক্ষিপ্ত জীবন রচিত, পাংশা জর্জ হাই ইংলিশ স্কুল প্রতিষ্ঠার ইতিহাস, খান বাহাদুর নাদির হোসেন-ফরিদপুর জেলা বোর্ডের প্রথম চেয়ারম্যান, কয়েকজন মনীষীর জীবনলেখা, কামারখালী ঘাটের মুক্তিযুদ্ধ, ম্যালেরিয়া বিজ্ঞানী ডক্টর গোলাম রব্বানী স্মৃতিকথা প্রভৃতি।

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ