রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ১৫ই ডিসেম্বর সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ৮৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে মাগুড়াডাঙ্গী গ্রামে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর পারিবারিক আয়োজনে পবিত্র কোরআন খানী, আলোচনা ও দোয়া মাহফিল এছাড়া সন্ধ্যায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে কাজী আসকার দানিয়েল সিপারের সভাপতিত্বে এবং শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর জীবন কর্ম ও সাহিত্য সেবার বিষয়ে অধ্যাপক মোঃ সহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মনজুর রহমান, খোন্দকার মাওলানা মোঃ আব্দুল হালিম, কাজী ফরহাৎ জামিল রুপু, মাওলানা মোঃ এনামুল হক, মোঃ আবু হাসান ও মোঃ সাজ্জাদ আলী চৌধুরী (কাকুল চৌধুরী) প্রমূখ বক্তব্য রাখেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এমআই মডেল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ এনামুল হক। এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সদস্যগণ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।