রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৬ই ডিসেম্বর নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।
সূর্যোদয়ের সাথে কালুখালী থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৯টায় উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের ১৪টি স্টলের অংশগ্রহণে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
এরপর উপজেলা রিসোর্স সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম খতিব মাওলানা ইমরুল কায়েস।
এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শেষ হয়।