ঢাকা শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
গোয়ালন্দে ঈদুল আযহায় যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে সমন্বয় সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৫-২৯ ১৫:৩১:৪৭

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের বাড়ী ফেরা নির্বিঘ্ন করতে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। এ ছাড়া পশুবোঝাই ট্রাক নির্বিঘ্নে নদী পারের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
 গতকাল ২৯শে মে দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ঈদুল আযহা উপলক্ষে ফেরী ও লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
 সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোন্দকার মাহমুদুল হক জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু মোল্লাসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও ঘাট সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
 বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রো-রো(বড়) ফেরী ৯টি, মিডিয়াম টাইপ ফেরী ৩টি ও ইউটিলিটি(ছোট) ফেরী ৫টিসহ বহরে মোট ১৭টি ফেরী থাকবে। এছাড়াও দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বরসহ মোট ৩টি ঘাট সচল থাকবে। এছাড়াও ঈদুল আযহার আগে পানি বৃদ্ধি পেলে আরেকটি ফেরী ঘাট চালু করা হবে। ১৭টি ফেরী ও ৩টি ঘাটের মাধ্যমে দৌলতদিয়া ঘাট দিয়ে যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারবে।
 তিনি আরও বলেন, পশুবাহী ট্রাকগুলোকে বিশেষভাবে পার করা হবে। পশুবাহী ট্রাকগুলো ঘাটে এসে সরাসরি ফেরীতে উঠতে পারবে। যাত্রীবাহী বাস ও পশুবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হবে।
 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে দৌলতদিয়া ঘাট এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থানা পুলিশ, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশসহ একাধিক টিম থাকবে। এছাড়াও নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ আমাদের সাথে সমন্বয় করে কাজ করবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ সর্বদা মাঠে থাকবে। 
 সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও যাত্রীরা যেন স্বস্তিতে ঈদে বাড়ীতে ফিরতে পারেন সে লক্ষ্যে প্রশাসন কাজ করবে। ঈদের দিনসহ ঈদের আগের ৩দিন ও ঈদের পর আরও ৭দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যায় নদী পথে পশুবাহী ট্রলার থাকবে না। প্রত্যেকটি পশুবাহী ট্রলারে গন্তব্যস্থানের নাম লেখা থাকতে হবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনও বন্ধ থাকবে। এছাড়াও পশুবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হবে। দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদের আগে ও পরে নির্বাহী ম্যাজিস্ট্রট থাকবে। যাত্রীদের থেকে পরিবহন মালিক শ্রমিকরা যেনো অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট থাকবে। পশু বোঝাই ট্রাক যেন ঘাটে গিয়ে অপেক্ষা করতে না হয়, সে বিষয়ে নজর রাখা হবে।
 তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। এ ছাড়া টার্মিনালে যানবাহনের ভাড়ার চার্ট দৃশ্যমান থাকবে। এছাড়াও সচেতনতামূলক বিভিন্ন ব্যানার ঘাট এলাকায় থাকবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

 

গোয়ালন্দে মসজিদ উন্নয়ন কাজে সৌদি প্রবাসী হোসাইনের আর্থিক সহযোগিতা
 দৌলতদিয়া ফেরী ঘাট থেকে  অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
 কালুখালীতে নাজমা হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
সর্বশেষ সংবাদ