ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
পাংশায় পুলিশের অভিযানে অবৈধআগ্নেয়াস্ত্র¿ ও ককটেলসহ গ্রেপ্তার-২
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-১৮ ১৩:৪৭:০৫

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ১৮ই ডিসেম্বর গভীর রাতে উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের কাজল শেখের বসত বাড়িতে অভিযান চালিয়ে কাজল শেখ(২৮) ও রানা আহমেদ(২২) নামের ২জন সন্ত্রাসীকে দেশীয় তৈরী ১টি বন্দুক, ১৩টি ককটেল ও ১টি মোবাইল ফোন সেটসহ গ্রেফতার করেছে।
 ধৃত কাজল শেখ বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাথ আলী শেখের ছেলে এবং রানা আহমেদ একই গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।
 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই জোবাইন ফেরদৌস, এসআই মোঃ শিহাবুদ্দীন, এসআই সাজিদ আহমেদ ও এএসআই হাবিবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ তাদের গ্রেফতার করে।
 এ বিষয়ে এসআই জোবাইন ফেরদৌস বাদী হয়ে কাজল শেখ ও রানা আহমেদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা নং-১১, তাং-১৮/১২/২০২৪. ধারাঃ অস্ত্র আইনের ১৯(এ) তৎসহ বিস্ফোরক দ্রব্য আইন মামলা দায়ের করেছেন।
 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধৃত আসামীরা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। এলাকায় তাদের বিরুদ্ধে নানা ধরণের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
 অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদবাজি ও মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ