ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
খানখানাপুরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছুরিসহ ২জন গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১৯ ১৪:১১:৩১

 রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গত ১৮ই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।

 গতকাল ১৯শে ডিসেম্বর সকালে রাজবাড়ী জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আলম সরদারের ছেলে মোঃ রুবেল(৩৮) ও মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার কালিবাড়ি গ্রামের নাছির উদ্দিনের ছেলে মোঃ নাইম ইসলাম(৩০)।

 জানা গেছে, গত ১৮ই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের টিম অভিযান চালিয়ে সদর উপজেলার খানাখানাপুর ইউনিয়নের খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্য রুবেল ও নাইমকে গ্রেফতার করে। 

 এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য দুটি সুইস গিয়ার ছোড়া উদ্ধার করা হয়।

 জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আরও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ