রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ঐতিহ্যবাহী নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে আগামী ২৭শে ডিসেম্বর প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী ও বনভোজনের আয়োজন করা হয়েছে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠার ৬০ বছর পরে এসে প্রাক্তনী নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় প্লাটফর্ম দিনব্যাপী ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।
নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র মন্ডল এবং আয়োজক কমিটির অন্যতম সদস্য, স্বাবরম্বী সমাজ উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফুল আওয়াল জানান, ১৯৬৪ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৬০ বছর পর প্রথমবারের মতো হীরক জয়ন্তী উপলক্ষে আগামী ২৭শে ডিসেম্বর প্রাক্তনীদের মিলন মেলা ঘটবে। কশবামাজাইলসহ আশে পাশের কয়েকটি ইউনিয়নের প্রাক্তন ছাত্রীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তেÍ এমনকি বিদেশে বসবাসকারী প্রাক্তন ছাত্রীরাও কর্মসূচিতে যোগ দিতে এলাকায় ফিরছেন।
সকাল ৯টায় প্রাক্তনীদের বরণ, স্মৃতিচারণ, ফটোসেশন, খেলাধুলা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিন ব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়নে পুনর্মিলনী উদযাপন কমিটি নিরলস পরিশ্রম করছেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে কর্মসূচি পালনে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।