ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-১২-২৯ ১৫:১৯:৫৩

 রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে গতকাল ২৯শে ডিসেম্বর সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও এসএসসি-২০২৪ এর ২২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ইয়াছিন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী রিয়াজ হোসেন বক্তব্য রাখেন।

 এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের শিক্ষক সাদমান সাকিব রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমেদ ফারুকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য অভিনন্দন। যাদের রেজাল্ট মন মতন হবে না তারা এই লার্নিং থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে ভালো করবে। আমার রেজাল্ট যেটাই হোক আমি যদি নিজেকে সমাজে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারি নিজের মধ্যে যদি মানবিকতা বোধ তৈরি করতে না পারি তাহলে কিন্তু রেজাল্টের মূল্য থাকবে না। আমরা প্রত্যাশা করি আমরা যে দুটি চোখ দিয়ে দেখি, এই দুটি চোখ আমাদের প্রকৃতির দেওয়া। শিক্ষা আমাদের যে দুইটি চোখ খুলে দেই সেই দুটি চোখ হচ্ছে মনের চোখ। আমরা যেনো আমাদের সেই মনের দুটি চোখ শিক্ষার মাধ্যমে খুলে দিতে পারি এই সমাজের কাছে, যদি সেটি আমরা পারি, আমরা প্রত্যাশা করি আমরা যে সমাজ প্রত্যাশা করি, যে রাষ্ট্রের স্বপ্ন দেখি আমরা সেটি গঠন করতে পারবো। 

 তিনি আরও বলেন, আমরা যদি আমাদের মধ্যে ভালোবাসা বোধ, শ্রদ্ধা বোধ, সামাজিকতা বোধ আমরা যদি না জানি, ছোটদেরকে কিভাবে ভালোবাসতে হবে, তাদের কিভাবে আদর করতে হবে, আমার দায়িত্ব কি সেটি যদি আমি না জানি তাহলে শিক্ষা খুব একটা বেশি ইমপ্যাক্ট তৈরি করতে পারবে না। আমরা বিশ্বাস করি এই স্কুলের যারা ছাত্রছাত্রী আছে, যারা ভবিষ্যতে দেশ গড়ার কারিগর এবং এই স্কুলের যে শিক্ষা সেই শিক্ষা তাদের মনের দুটি চোখ খুলে দিবে। এই দুটি চোখ দিয়ে তারা আমাদের কাঙ্খিত যে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি, কাঙ্খিত যে সমাজ গঠনের স্বপ্ন দেখি সেই রাষ্ট্র সেই সমাজ তারা প্রতিষ্ঠা করবে।

 সভাপতির বক্তব্যে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন বলেন, ইয়াছিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ী শহরের মধ্যে ঐতিহ্যবাহী ও অনেক পুরাতন একটি স্কুল। প্রতিবছরই এ স্কুলের ফলাফল ভালো হয়ে থাকে। বরাবরের মতন এবছরও এই স্কুলের ফলাফল ভালো হয়েছে। এর সবটুকু কৃতিত্ব আমার বিদ্যালয়ের শিক্ষকদের।

 আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিরা ২০২৪ সালে ইয়াছিন উচ্চ বিদ্যালয় থেকে ২২ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়াও শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেন।

 
 গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
কালুখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ