ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-৩০ ১৪:৪০:২৮

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও বেসরকারী সংস্থা এ্যাসেডের উদ্যোগে ১৩তম পর্যায়ে দর্জি বিজ্ঞান ও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্ম কর্মসংস্থান প্রকল্পে নদীর পাড়ের সুবিধাবঞ্চিত পরিবারের ১৮ জন উপকারভোগীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
 গতকাল ৩০শে ডিসেম্বর উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে এ্যাসেডের নিজস্ব কার্যালয়ে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। 
 বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আল জুবায়ের প্রিন্স, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান লিটন বক্তব্য রাখেন। 
 অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাসেডের নির্বাহী পরিচালক মুহাম্মদ শাহজাহান সিদ্দিক। 
 অনুষ্ঠানে কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
 এ্যাসেডের নির্বাহী পরিচালক মুহাম্মদ শাহজাহান সিদ্দিক জানান, দর্জি বিজ্ঞান ও সেলাই প্রশিক্ষণে ১৮জন সুবিধাবঞ্চিত মহিলাকে সেলাই মেশিন ও প্রশিক্ষণ সনদ, মেশিনের ঢাকনা বিতরণ করা হয়েছে। এছাড়াও সংস্থার সদস্যদের মধ্যে সঞ্চয় ব্যাংক ও ৮৫টি কম্বল  বিতরণ করা হয়।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ