ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-০৫ ০০:০২:০১

ঘন কুয়াশার কারণে ৯ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
 গতকাল ৪ঠা জানুয়ারী সকাল পৌনে ৮ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
 এর আগে ৩রা জানুয়ারী দিবাগত রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসার পর গতকাল ৪ঠা জানুয়ারী সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে ৩রা জানুয়ারী রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
 তিনি আরো বলেন, এ নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি সার্বক্ষণিক যানবাহন পারাপর করছে। জরুরী ভিত্তিতে এ্যাম্বুলেন্স, পচনশীল কাচামাল ভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাস অগ্রাধিকার দিয়ে পার হচ্ছে।

 

বালিয়াকান্দির ইসলামপুরে আলু ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
দৌলতদিয়ায় আবাসিক বোডিংয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ২জন আটক
দৌলতদিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন
সর্বশেষ সংবাদ