ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-০৫ ০০:০২:০১

ঘন কুয়াশার কারণে ৯ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
 গতকাল ৪ঠা জানুয়ারী সকাল পৌনে ৮ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
 এর আগে ৩রা জানুয়ারী দিবাগত রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসার পর গতকাল ৪ঠা জানুয়ারী সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে ৩রা জানুয়ারী রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
 তিনি আরো বলেন, এ নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি সার্বক্ষণিক যানবাহন পারাপর করছে। জরুরী ভিত্তিতে এ্যাম্বুলেন্স, পচনশীল কাচামাল ভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাস অগ্রাধিকার দিয়ে পার হচ্ছে।

 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ