ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ছাত্রদলের শোভাযাত্রা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০১-০৫ ০০:০২:২৭

 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৪ঠা জানুয়ারী দুপুরে শহরের বকুল তলা থেকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়।
 শোভাযাত্রাটি পান্না চত্বর হয়ে রেলগেট এলাকা প্রদক্ষিণ করে মহিলা কলেজের সামনে বকুলতলা এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক নেতা ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।
 এর আগে বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদল নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এসে সমবেত হয়।
 শোভাযাত্রায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিন মন্ডল, জেলা ছাত্রদলের সদস্য রাকিবুল ইসলাম অবাক, সদস্য মুক্তার মাহমুদ, সদস্য হাসান, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ খান, পাংশা উপজেলার ছাত্রদল নেতা সজিব রাজা, হিরক খান, কালুখালী উপজেলার ছাত্রদল নেত হাসুনজ্জামান তারা, সাগর, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদল নেতা দিপু, গোয়ালন্দর ছাত্রদল নেতা রেজাউল করিম মিঠু, জেলা ছাত্রদল নেতা কাজী তানভীর আহমেদ জামিল, আলামিন, আলমগীরসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 এছাড়াও শোভাযাত্রায় জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ নেকবর হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, সোহেল মন্ডল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খায়রু, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, যুবদল নেতা জহিরুল ইসলাম নুরুন্নবী, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গীটারসহ অসংখ্য সাবেক নেতারাও অংশগ্রহণ করেন।
 সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদল দেশের গণতন্ত্র, সংবিধান ও জনগণের কল্যাণে সংগ্রাম করে গেছে। ছাত্রদলের গৌরবময় ইতিহাস দেশের গন্ডি অতিক্রম করে গণতান্ত্রিক বিশ্বের মডেল ছাত্র সংগঠন হিসাবে রুপান্তরিত হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র জনতার গণআন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের সাহসী ভূমিকা জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।
 জেলা ছাত্রদলের সাবেক নেতা ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি বলেন, আগামীতে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগণের দুয়ারে গিয়ে দলকে সুসংগঠিত করার জন্য ছাত্রদল নেতাকর্মীদের ইস্পাত কঠিন গণ ঐক্য গড়ে তোলার আহবান জানান।

 

অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে ঃ হাসনাত আব্দুল্লাহ
রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে মতবিনিময় সভা
রাজবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের তালিকা যাচাই-বাছাই সভা
সর্বশেষ সংবাদ