ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছড়া উৎসব
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-০৫ ০০:০৩:৪৭

 রাজবাড়ীতে ছড়া উৎসবের মধ্য দিয়ে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
 এ উপলক্ষে গতকাল ৪ঠা জানুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা  বলেন, আমরা চাই এই ছড়া উৎসবের মাধ্যমে আমাদের সাহিত্যের প্রাচীন ধারার যে আবেদন ছিল, বাংলা সাহিত্য অঙ্গনে আমাদের প্রতিটি মানুষের জীবনে এই উৎসবের মধ্য দিয়ে পুনরায় ফিরে আসবে। এটি আমাদের সমাজের দর্পণ। দর্পণ যেন টিকে থাকে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। সমাজের বাস্তব চিত্রটি আমাদের লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলা উচিত। আমরা বিশ্বাস করবো যে, যারা আমাদের মেধাবী লেখক আছেন তারা এ কাজটি করে আগামী প্রজন্মের জন্য আবেদনময় করে সামনে উপস্থাপন করবেন।
 এরপর অনুষ্ঠানের অতিথিবৃন্দরা ‘কাব্যকথার অনুরণন’ নামক একটি মধ্যে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন দেন।  
 মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লেখক, গবেষক ও প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর ড. ফকীর আব্দুর রশীদ, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম ও  ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম বক্তব্য রাখেন। আয়োজিত ছড়া উৎসবে জেলার বিভিন্ন অঞ্চলের কবি ও সাহিত্যিক, স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে ঃ হাসনাত আব্দুল্লাহ
রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে মতবিনিময় সভা
রাজবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের তালিকা যাচাই-বাছাই সভা
সর্বশেষ সংবাদ