রাজবাড়ীতে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও ফল বিতরণ করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল ৪ঠা জানুয়ারী দুপুরে রাজবাড়ী সদর চন্দনী ইউনিয়নে দুঃস্থ ও প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে এসব শীতবস্ত্র ও ফল বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।