“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ই জানুয়ারী বেলা ১১টায় কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন আরা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতিন, মদাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক, কালিকাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজর প্রধান, সরকারী দপ্তরের দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কর্মশালা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।