রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার উদযাপন উপলক্ষে গতকাল ৭ই জানুয়ারী দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিস উদ্দিন মল্লিক, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রস্তুতিমূলক সভায় আগামী ১৪ ও ১৫ই জানুয়ারী সদর উপজেলা পরিষদের হলরুমে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবারের প্রতিপাদ্য “জ্ঞান- বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”।
আগামী ১৪ই জানুয়ারী সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা। দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ অংশগ্রহণ করবে। এছাড়াও মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল থাকবে।