রাজবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই জানুয়ারী সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলনে কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসানের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পাল, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবীবুর রহমান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, কোর্ট পুলিশের ওসি মোঃ আমিনুল ইসলাম, জেলা প্রোগ্রামার মোহাম্মদ জুনায়েদ বিন ফেরদৌস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এইচ এম হাসিবুল ইসলাম, মিরাজুল মাজীদ তূর্য্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৫ই ও ১৬ই জানুয়ারী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে ১৫ই জানুয়ারী সকাল ১০টায় জেলা প্রশসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হবে। তারুণ্য উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। প্রাথমিকভাবে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্ব-স্ব অফিস পরিস্কার পরিচ্ছন্নতা চালানো হবে। বৃক্ষ রোপণ কর্মসূচী অথবা গাছের চারা বিতরণ করা হবে। এছাড়াও উৎসবটি উপলক্ষে আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা, জুলাই বিপ্লব কে কেন্দ্র করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রিকেট টুর্নামেন্ট, পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল উৎসব, স্বাস্থ্য ক্যাম্পেইন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আর্থিক সহযোগিতা ও বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও তারুণ্য উৎসব উপলক্ষে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে দুইদিন ব্যাপী মেলা, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও সাইকেল র্যালী অথবা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হবে।