ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫
পাংশায় ব্যাডেন পাওয়েলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডে-ক্যাম্প অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-০৮ ১৫:০৮:৫৩

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্কাউটসের উদ্যোগে গতকাল ৮ই জানুয়ারী কাজী আব্দুল মাজেদ একাডেমিতে ব্যাডেন পাওয়েলের(বিপি) ৮৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বার্ষিক ডে ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটসের সভাপতি এসএম আবু দারদা, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা স্কাউটসের সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার বিশ্বাস এএলটিসহ স্কাউটস লিডার শিক্ষকবৃন্দ ডে-ক্যাম্পে স্কাউটস বিষয়ক নানা প্রশিক্ষণ প্রদান করে।

 কর্মসূচিতে স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। পাংশার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।

 

গোয়ালন্দ পুলিশের অভিযানে খানখানাপুর থেকে ৩টি বিদেশী পিস্তল-গুলি ও খালি ম্যাগজিন উদ্ধার
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ
 পাংশায় ব্যাডেন পাওয়েলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডে-ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ