রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্কাউটসের উদ্যোগে গতকাল ৮ই জানুয়ারী কাজী আব্দুল মাজেদ একাডেমিতে ব্যাডেন পাওয়েলের(বিপি) ৮৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বার্ষিক ডে ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটসের সভাপতি এসএম আবু দারদা, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা স্কাউটসের সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার বিশ্বাস এএলটিসহ স্কাউটস লিডার শিক্ষকবৃন্দ ডে-ক্যাম্পে স্কাউটস বিষয়ক নানা প্রশিক্ষণ প্রদান করে।
কর্মসূচিতে স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। পাংশার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।