দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মাহমুদপুর গ্রামের মদিনা ফুড প্রোডাক্ট নামক ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানার মালিক গৌতম সেন (৪০)কে ক্ষতিকর রং ও কেমিকেল মিশিয়ে জুস-দইসহ বিভিন্ন প্রকার শিশুখাদ্য তৈরির দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
গতকাল ৪ই জুন বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান ওই কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ড দেন।
ইউএনও মোঃ নাহিদুর রহমান জানান, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মদিনা ফুড প্রোডাক্ট কারখানায় আনসার ও পুলিশ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং ও কেমিকেল মিশিয়ে জুস ও দইসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদন করার অপরাধে কারখানার স্বত্বাধিকারী গৌতম সেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় প্রায় ২০ কেজি ভেজাল দই জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে রং ও কেমিকেল দিয়ে শিশু খাদ্য না তৈরি করার জন্য তাকে কঠোর নির্দেশনা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের(বিএসটিআই) অনুমোদন না নিয়েই বসত বাড়ির শোয়ার ঘরে শিশু খাদ্য তৈরির কারখানা খুলে রং ও কেমিক্যাল মেশিয়ে জুস, আচার, আইসক্রিম ও দইসহ বিভিন্ন প্রকার শিশু খাদ্য তৈরির বিষয়ে গত ৩১শে মে দৈনিক মাতৃকণ্ঠে ‘মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতি শিশুরা॥নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ॥“রাজবাড়ী জেলার অবৈধ বহু কারখানায় রং-কেমিকেল দিয়ে তৈরি হচ্ছে নিম্নমানের জুস-আইসক্রীম ও প্যাকেটজাত খাদ্য”-“নজরদিন” শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পরই প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।
গত ৩১শে মে রাজবাড়ীর পাংশা উপজেলার বস আইসক্রিম কারখানার মালিক আব্দুর রাজ্জাককে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় মোবাইল কোর্ট। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
এছাড়া গত ৩রা জুন সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে কিটক্যাট আইসক্রিম কারখানার মালিক নজরুল দেওয়ানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।