ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫
পাংশায় পুলিশের অভিযানে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-০৮ ১৫:০৫:২২

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৭ই জানুয়ারী বিকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলিমহর ইউপির গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৭শ’ গ্রাম গাঁজাসহ রুবেল মন্ডল(২৭) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

 ধৃত রুবেল মন্ডল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউপির মুন্সিগঞ্জ গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে।

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ শিহাবুদ্দীনসহ সঙ্গীয় পুলিশ গত মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে অভিযান চালিয়ে ৭শ’ গ্রাম গাঁজাসহ রুবেল মন্ডলকে গ্রেফতার করে।

 এ ব্যাপারে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে রুবেল মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

গোয়ালন্দ পুলিশের অভিযানে খানখানাপুর থেকে ৩টি বিদেশী পিস্তল-গুলি ও খালি ম্যাগজিন উদ্ধার
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ
 পাংশায় ব্যাডেন পাওয়েলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডে-ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ