ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
গোয়ালন্দে যাত্রীবাহী বাস থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০১-০৯ ১৪:২০:৪০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে গতকাল ৯ই জানুয়ারী দুপুর সাড়ে ১২দিকে পুলিশের চেকপোস্টে ঢাকাগামী বাসের যাত্রী থেকে রোজিনা আক্তার মেনু(৩০) নামে এক নারীকে ৬০ বোতল ফেনসিডিলসহ পুলিশ গ্রেফতার করেছে।

 গ্রেফতারকৃত রোজিনা আক্তার কুষ্টিয়া জেলার খোকসা থানার সাত পাখিয়া আবাসন প্রকল্প এলাকার মোঃ নাদের মল্লিকের মেয়ে। 

 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গতকাল ৯ই জানুয়ারী দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ রোজিনাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ