রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন পাড়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ই জানুয়ারী ফাইনাল খেলায় রুবেল স্মৃতি সংঘ ও শামীম একাদশ মুখোমুখি হয়। এতে নির্ধারিত সময়ে দুই দল গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রুবেল স্মৃতি সংঘ ২-১ গোলে শামীম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের জিহাদ ভালো খেলা পরিদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ এবং টুর্নামেন্ট জুড়ে ভালো খেলা প্রদর্শন করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রানার আপ দলের রবিন শেখ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার ম্যানেজার মোঃ সোহরাব হোসেন।
এ সময় অতিথি হিসাবে আইএফআইসি ব্যাংকের লোন অফিসার আব্দুর বারী, স্থানীয় বাসিন্দা মোঃ লিটন শেখ, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ নতুন পাড়া যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিথিরা।
এছাড়াও চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সৌজন্যে জার্সি বিতরণ করা হয়।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মোঃ আলমগীর হোসেন, সহকারী পরিচালক ছিলেন মোঃ জাহিদ সরদার ও মোঃ সাইদুল।