ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
দুর্গম কুশাহাটা চরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০১-১১ ১৪:১৪:২৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দুর্গম চরাঞ্চল কুশাহাটা এলাকায় দরিদ্র ও অসহায় ১৭০ জনের মাঝে কম্বল বিতরণ করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
 গতকাল ১১ই জানুয়ারী দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান এসব কম্বল বিতরণ করেন। হাড় কাঁপানো এই শীতে কম্বল পাওয়ার তালিকায় ছিলেন এতিম, বয়স্ক, প্রতিবন্ধীসহ চরাঞ্চলে পিছিয়ে পড়া শীতার্ত মানুষ।
 নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন দুর্গম চরের শীতার্ত মানুষেরা। কম্বল হাতে পেয়ে কুশাহাটার বাসিন্দা কুলছুম বেগম, হামিদা আক্তার, বারেক শেখ, শুকুর আলীর মত দেড় শতাধিক শীতার্তদের মুখেও ফুটছে হাসি।
 কম্বল নিতে আসা বৃদ্ধা শামেলা বিবি বলেন, ‘বছর দশেক আগে স্বামী মারা গেছে, এক ছেলেকে নিয়ে কুড়ে ঘরে থাকি। কোন কাজ-কাম করতে পারি না। অভাবের সংসার। ট্যাকা-পয়সা নাই, তাই শীতে কাপুর-চুপুর কিনতে পারিনি। রাতে শীতের মধ্যে থাহা খুবই কষ্ট হয়। কম্বল পায়া খুব উপকার হইলো। 
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে এই হাড় কাঁপানো কনকনে শীতে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত কুশাহাটার চরাঞ্চল এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। 

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ